Add

লেখার ডায়েরি



চারপাশে যা দেখি 
মনের মাঝে যে কথাগুলো
করে হুড়োহুড়ি, স্বাধীন হতে
চায় বুকের পাঁজর ভেঙে,
কলমের কালি দিয়ে
তাদের মুক্তি দিয়ে দিই
এই ডায়েরির পাতার কাছে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Next