Add
লেখার ডায়েরি
চারপাশে যা দেখি
মনের মাঝে যে কথাগুলো
করে হুড়োহুড়ি, স্বাধীন হতে
চায় বুকের পাঁজর ভেঙে,
কলমের কালি দিয়ে
তাদের মুক্তি দিয়ে দিই
এই ডায়েরির পাতার কাছে ।
আমি সেই মেয়ে
আমি সেই মেয়ে যার বিয়ের চিন্তায় পরিবারের ঘুম উড়ে গিয়েছিলো।
আমি সেই মেয়ে যার বিয়ের জন্য ঘটক ডাকা হয়েছিল,
হ্যা, আমি সেই মেয়ে যার গায়ের রং বেশ কালো,
হ্যা আমি সেই মেয়ে যার পড়াশোনা কোথায় আর হলো ?
আমি সেই মেয়ে, যাকে বিয়ে দিতে নাকি বিশাল পণ দিতে হবে,
ঘটক বলেছে , "এমন মেয়ের রূপ কেউ কি আর খালি হাতে বিয়ে করবে"
হ্যা আমি সেই মেয়ে যে প্রেম করে ফেলেছিলাম,
প্রথমবার নিজেকে রূপোবতি, তার চোখেই দেখেছিলাম।
বাড়ির সবাই যখম পারলো জানতে.
হারে রে রে করে ঝাপিয়ে পরলো অন্যায়ের প্রতিবাদে,
"কোন সাহসে প্রেম করেছো, লোকে কি বলবে"
এমন প্রশ্নে মনে হাঁসি আর চোখে জল থামাবো কেমন করে ?
প্রেম বিবাহটা হলো অবশেষে ।
যার প্রসংশা করে আজ পাঁচজনে।
আমি সেই মেয়ে
যে কিনা তুচ্ছ ছিলাম একদিন
আজ বড় মুল্যবান সে
তার নিজের সংসারে ।
হ্যা, আমি সেই মেয়ে ।।
কলমে :- মন্দিরা ঘোষ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)