দুই বেনী, কাঁধে স্কুল ব্যাগ
স্কুল ড্রেস পরে কতবার
আয়নায় দেখতাম নিজেকে ।
স্কুল যাওয়ার তাড়া ভীষন
বাস মিস করে বন্ধুদের সাথে
জমতো আড্ডা তখন ।
এই ভাবেই কাটছিল
মিষ্টি দিনগুলো,
তারপরই স্কুল পথে
কোথা থেকে এলো ?
রঙিন কাগজে মোড়া, তাতে মাখা
মিষ্টি সুগন্ধ । মনে তখন
ভারি দন্ধ । যাইহোক
কৌতহলে তুলে নিলাম হাতে
স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খুলে দেখি
রামধনু সাত রঙে রাঙানো সেই চিঠি
লেখা আমার জন্যে ।
ষোড়শী মন তখন ভারী চঞ্চল
মন বাগানে তখন ফুটেছে
কত বাহারী ফুল ।
নিমেষেই সেই বাগান অদৃশ্য
বাড়ীর কথা ভেবে,
এমন কত অতীত আছে
গোপন ডাইরী ভরে ।
লজ্জা লাগে, একা ঘরে এখন
পাতা উল্টে পড়লে ।
জীবন পথে সেসব অতীত এখন
জীবন আমায় উপহার দিয়েছে
পদবী নতুন ।
পুরাতন, তুমি থেকো চীর নবীন,
নতুন আমি এগিয়ে চলি বাধ্যর্কের পথে ।
কলমে - মন্দিরা ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন