আমি চেয়েছিলাম তোমার থেকে
একমুঠো ভালোবাসা
তুমি দিয়েছো আমায়
দুহাত ভরে ।
আমি চেয়েছিলাম তোমার
মনের কোনে একচিলতে জায়গা,
তুমি আমায় রেখেছো
তোমার মন জুড়ে ।
আমি চেয়েছিলাম তুমি ডাকবে
আমার নামটি ধরে,
তুমি আমার নামটা দিয়েছো
তোমার নামের সাথে জুড়ে ।
আমি চেয়েছিলাম শীতের সকাল
হাঁটবো আমি তোমার হাতটি ধরে,
আর এখন শীতের সকাল, ঘুম ভাঙেনা তোমার
আমার হাতের চা না পেলে ।।
কলমে - মন্দিরা ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন